Wednesday, July 10, 2019

শ্রেষ্ঠ সম্পদ


প্রচণ্ড জ্যাম রাস্তায়। বাধ্য হয়ে রিকশা থেকে নেমে বাকিটা পথ হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিল রিয়াজ আর হৃদি। বেইলী রোডের শাড়ির দোকানগুলো পার হবার সময়  পুতুলের গায়ে গাঢ় নীলের মাঝে হালকা নীল পাড়ের শাড়িটার দিকে চোখ পড়তেই দাঁড়িয়ে গেল রিয়াজ।হৃদিকে মানাবে খুব শাড়িটা।বিয়ের পর এই প্রথম ঈদ ওদের। কিনবে?

রিয়াজ:এই দেখো, শাড়িটা সুন্দর না?

রিয়াজ বলাতে এবার তাকিয়ে দেখল হৃদি।মুখে হাসি ফুটে উঠল। হু। অনেক সুন্দর।

রিয়াজ: নিবা? কিনে দেই? আজকেই বোনাস পেলাম।

হৃদি এগিয়ে গিয়ে দামটা দেখে একটু কনফিউজড হয়ে গেল।পাঁচ হাজার টাকা! অনেক দাম, যদিও শাড়িটা আসলেই খুব সুন্দর। তারপর হঠাৎ একটা কথা মনে হল। মাথা ঝাঁকিয়ে বলল না! কিনব না।
রিয়াজ: কেন?নাও? তোমাকে মানাবে খুব।
হৃদি: আগে বাসায় চল! তারপর বলব

একটু অবাক হলেও এই ভিড়ের মাঝে আর কথা বাড়ালো না রিয়াজ।

বাসায় ঢুকেই প্রথম কথা বলল, কেন কিনলা না? তোমাকে খুব সুন্দর লাগত।

হৃদি একটু হেসে বলল কিনলাম না গতকাল IOU এর History কোর্সে পড়া একটা কাহিনী মনে পড়ে যাওয়াতে। মুসলিমরা যখন পারস্য জয় করে এক গাদা সোনা দানা নিয়ে হাজির হল,তখন সেগুলা দেখে উমার রাদ্বিয়াল্লাহু আনহু কেঁদে ফেলেছিলেন।ঊনাকে যখন জিগ্যেস করা হল কাঁদছেন কেন, ঊনি বললেন ঊনি ভয় পাচ্ছেন যে দুনিয়ার এই সম্পদ মুসলিমদের আল্লাহর দিক সরিয়ে দিবে, তাদের মাঝে হানাহানি, হিংসা বিদ্বেষ সৃষ্টি করবে.........পড়ে নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে অপ্রয়োজনীয় বিলাসিতা আর করব না! গতকাল করা প্রতিজ্ঞা আজই ভেঙ্গে ফেললে কেমনে হবে বলো? বিয়ের পর প্রথম ঈদ বলেতো অলরেডি চারটা শাড়ি গিফট পেয়ে গেলাম! এখন কিনলে সেটা হত ইসরাফ- হালাল কাজে প্রয়োজনের অতিরিক্ত খরচ করা। আল্লাহতো ইসরাফকারীদের পছন্দ করেন না, তাই না?

কথাটা শুনে রিয়াজ মুগ্ধ নয়নে বউ এর দিকে তাকায় থাকল। আর বুঝল যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম একজন দ্বীনদার স্ত্রীকে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন!

No comments:

Post a Comment

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -১১

রিবার নানা রূপ আজকের পর্বে আমরা রিবার নানা রূপের সাথে পরিচিত হব যেন দৈনন্দিন জীবনে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি-   টাকা ধার নেয়ার...