Tuesday, July 2, 2019

ভাগ্যের গোলকধাঁধা


এই ভাগ্যে বিশ্বাসের ব্যাপারটা আমার কাছে কেমন যেন গোলকধাঁধার মত লাগে
কেন রে?
ভাগ্যে বিশ্বাস তো আমাদের ঈমানের স্তম্ভ, তাই না? এখন আমি যদি খারাপ কাজ করি, সেটাতো আল্লাহ লিখেই রেখেছেন, তাহলে আমাকে শাস্তি কেন দেয়া হবে এটার জন্য?
ফয়সালের যুক্তিটা শুনে সেদিন শুনতে থাকা থিমেটিক তাফসীরের কথা মনে পড়ে গেল ইকবালের
ওখানে উস্তাদ বলছিলেন যে কুরআন ঘাটলে আমরা দেখবো যে শুধুমাত্র অবিশ্বাসীরা এই ভাগ্যের ব্যাপারটাকে যুক্তি হিসেবে উপস্থাপন করেছে তারপর ঊনি খুব সুন্দর করে এই সংক্রান্ত সবগুলো আয়াত একসাথে করে বললেন খুব হৃদয়গ্রাহী ছিল লেকচারটা কিন্তু ফয়সালকে এভাবে বুঝালে বুঝবে না তাই ইকবাল ভাবলো একটু ঘুরিয়ে বুঝাতে হবে ব্যাপারটা
তুই সেদিন একটা ওয়ার্কশপে গিয়েছিলি বললি না? How to make your resume attractive এর উপরে?
হুম কিন্তু সেটার সাথে এটার কী?
দ্যাখ, এই যে এখন তুই হন্যে হয়ে চাকরি খুঁজছিস, ১০ জায়গায় দরখাস্ত করছিস, তুই কিন্তু একবারো বলছিস না যে চাকরি পাবো কী পাবো না সেটাতো ভাগ্যে লেখাই আছে, দরখাস্ত করার কী দরকার, তাই না?
হি হি এটা কেমন কথা! এটাতো বোকার হদ্দের মত কথা
এক্স্যাক্টলি দোস্ত দেখবি যে আমরা ভাগ্যে বিশ্বাসের কথা বলে দায়িত্ব এড়াতে চাই শুধু পরকালের প্রসংগ আসলেই আমাদের কমন সেন্স থেকে আমরা বুঝি যে আমাদের কর্মের উপর ফলাফল নির্ভর করে তাই যদি কুরআন পড়িস, দেখবি আল্লাহ খুব সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে শুধু অবিশ্বাসীরাই এমন অজুহাত তোলে/ তুলবে
হুমগম্ভীরভাবে মাথা নাড়লো ফয়সাল তোর কথায় যুক্তি আছে রে!

No comments:

Post a Comment

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -১১

রিবার নানা রূপ আজকের পর্বে আমরা রিবার নানা রূপের সাথে পরিচিত হব যেন দৈনন্দিন জীবনে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি-   টাকা ধার নেয়ার...