Tuesday, July 2, 2019

ধর্ম যার যার, দেশ সবার?????? (২)


১ম পর্বের লিংক

কিভাবে আমি বুঝি যে Islam is the truth? আমাকে এই প্রশ্ন করলে আমি বলি দুইটা ব্যাপার থেকে-

Concept of Allah in Islam:

Just আল্লাহকে এক বলে মানাই তাওহীদ নয়এটা এর চেয়ে বহু গুণে পরিব্যপ্ত একটা ধারণা। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আসলে কি বুঝায় তা মক্কার মুশরিকরা হাড়ে হাড়ে টের পেয়েছিল বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল। আর আমাদের তথাকথিত মুসলিমদের বুঝ তার চেয়েও poor বিধায় আমরা কালিমাও পড়িআবার মাজারেও যাইPathetic! ইসলাম থেকে চিনতে শেখা এই আল্লাহকে (The most Just, most knowledgeable, most merciful) আমি যত জেনেছি তত আমি ইসলামী বিধি বিধানগুলো ভালবেসে পালন করতে শিখেছি। এই শান্তির খোঁজ আমাকে পৃথিবীতে কেউ দিতে পারবে না......

The detailed description of hereafter in Islam:

এক অবিশ্বাস্য বৈশিষ্ট্য! এমন এক বিষয় যা মানুষ কখনও নিজে থেকে তার বুদ্ধি দিয়ে derive করতে পারে না।আর কুরআনে, হাদীসে এটার এমন পুঙ্খানুপুঙ্খ এবং যুক্তিগ্রাহ্য বিবরণ দেয়া আছে যেটা আর কোন ধর্মে নেই! প্রত্যেকে স্বীকার করতে বাধ্য হবেন যে এই দুনিয়াটা মারাত্মক রকমের Unjust. কিন্তু Allah the most high তো Just! স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সম্পর্কের এই সমীকরণ মিলাতে আমাকে সাহায্য করেছে ইসলামের কিয়ামতের দিনের  বর্ণনা। এই বর্ণনা আমাকে দৃঢ় বিশ্বাস এনে দিয়েছে যে এটা পরম মহাজ্ঞানী এক সত্ত্বার কাছ থেকে আগত...


ইসলাম টা আসলে কী, সম্পর্কে ন্যুনতম ধারণার অভাব আছে আমাদের অনেকের মাঝে। মৃত্যুর মত ইসলাম নিয়েও একটা রোমান্টিক ধারণার চাষ করে যাচ্ছি আমরা অনবরত। আমার মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে যে সূরা কাফিরূনের শেষ আয়াত ধর্ম নিরপেক্ষতার দলীল নয়, এটা ইসলামের আপোষহীণতার দলীল! আসলে কুরআন বা হাদীস বিক্ষিপ্তভাবে পড়লে আপনি যে মত পোষণ করতে চান, সেটার পক্ষেই দলীল পাবেন। ইসলাম সম্পর্কে বিভিন্ন জায়গা থেকে এক খামচি এক খামচি করে পড়ার ফলে ইসলামকে  শান্তির ধর্ম হিসেবে আখ্যায়িত করে আমরা ইসলামের যে চিত্রটি আঁকছি সেটা অনেক ক্ষেত্রেই আসলে প্রকৃত ইসলাম নয়!আবার মুসলিমরা যা করে তাও কিন্তু সবসময় ইসলাম নয়। ( খুব পাপ বোধ নিয়ে এই কথাটা স্বীকার করতেই হচ্ছে!) ইসলাম কি, সেটা আপনার আমার ভাল লাগা না লাগার উপর নির্ভর করে না, এটা constant, variable না! আর সেটা জানতে হবে অনেক ধৈর্য্য নিয়ে, structured ভাবে্‌, বিশুদ্ধ উৎস থেকে।

আমার মনে হয় আজ সময় এসেছে নিজেদের বিশ্বাস গুলো একটু যাচাই করে নেয়ার।আমরা কি আসলেই মুসলিম? আল্লাহর দৃষ্টিতে? আমার ক্ষুদ্র জ্ঞানে একটা মানদণ্ড স্থির করে দিতে মন চাইছে...... সূরা আল ইমরানে, একটা আয়াত আছে-

নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন হল ইসলাম (:৮৫)

যেদিন দেখবেন এই আয়াতটা আপনার মনে অস্বস্তি সৃষ্টি করছে না, আপনি সত্যের সন্ধান পেয়েছেন এই অনুভূতি আপনাকে আপ্লুত, গর্বিত এবং most importantly বিনয়ী করে তুলেছে, তখন বুঝবেন আপনি মনে হয় প্রকৃত মুসলিম হবার পথে রয়েছেন ইনশাআল্লাহ...

তাহলে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াল? ইসলাম কি আমাকে অন্যের ধর্মের প্রতি বিদ্বেষী করে তোলে?এটা বোঝার জন্য আমাদের তাকাতে হবে ইতিহাসের দিকে। মুসলিম শাসকের অধীনে অন্য ধর্মাবলম্বীরা কতটা নিরাপদ, ইতিহাস তার সাক্ষী। ইসলাম জোর পূর্বক কাউকে ধর্মান্তরিত করে না এটা যেমন সত্যি, তেমন  যে মুরতাদ (জেনে, বুঝে ইসলাম ত্যাগকারী)তার বিকৃত ধারণা প্রচার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়, ইসলাম তার শাস্তি স্থির করেছে মৃত্যুদণ্ড (তবে যথাযথ কর্তৃপক্ষ ছাড়া এই আইন আর কেউ প্রয়োগ করতে পারবেনা) তাই জেনে বুঝে ইসলাম পালনকারী  কোন ব্যক্তি আল্লাহ তাঁর রাসূলের অবমাননাকারী কারো নেতৃত্ব মেনে নিবেন না, তা সেটা যতটা just cause হোক না কেন। সে তাদের সঙ্গে কখনও স্বাচ্ছন্দ্য বোধ করবে না, ভাল লাগা তো দূরের কথা!

তাহলে এতদিন যা জেনে এসেছি সব কি ভুল? দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটা তো হাদীস হিসেবে ধর্ম বইয়ে পড়েছি! খুব কষ্ট নিয়ে হলেও বলতে হচ্ছে, এটা জাল হাদীস। ইসলামে Nationalism, tribalism এগুলো খুব নিন্দনীয়, যদি এই আবেগ ইসলামের উপরে স্থান পায়।   আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পড়েন, আপনি দেখবেন আবু জাহল, আবু তালিব এনাদেরকে ইসলাম গ্রহণে বাঁধা দিয়েছিল তাদের গোত্র প্রীতি (যা আজকের Nationalism এর নামান্তর ), যদিও তারা জানতেন যে এটা সত্য ধর্ম!

আমরা দেশের খাই, দেশের পরি ব্যাপারটা এমন নয়। আমরা আল্লাহর দেয়া রিযক খাই, আল্লাহর বানানো দুনিয়াতে থাকি। তাই আমাদের loyalty সবার আগে আল্লাহর দ্বীনের প্রতি। কোন দেশ বা ইসলামী দলগুলো, বা কোন ব্যক্তি, কারো প্রতিই আমাদের অন্ধ আনুগত্য প্রদর্শন করা উচিৎ নয়!

তাহলে কি আমার হাতে দেশ অনিরাপদ? একজন মুসলিমের হাতে? ব্যাপারে আমি খুব কষ্ট নিয়ে বলতে চাই যে আমার চারপাশে যাদের আমি দেশপ্রেমের পতাকা হাতে মুখর দেখি, তাদের অনেক কাজই দেশপ্রেমের প্রকাশক নয়। দেশের শ্রেষ্ঠ বিজনেস স্কুল থেকে ডিগ্রী ধারণ করেও আমি সহস্র টাকা বেতনে কোন সুদী ব্যাংকে বা British American Tobacco তে চাকরী করার কথা স্বপ্নেও ভাবি নি...ইসলামে তা নিষেধ বলে। হিন্দী সিরিয়াল দেখা বন্ধ করেছি আমার মূল্যবোধের সাথে সাংঘর্ষিক বলে। আমার অনেক সহপাঠীদের কথা মনে পড়ে, জামাতী, ছাগু এসব গালিগালাজ করতে করতে যাদের মুখে ফেনা উঠত, তারাই এখন এসব প্রতিষ্ঠানে কাজ করছে! Islam এর প্রতি committed একজন মানুষ কথা কম বলবে, কিন্তু কাজে তার জন্মভূমির প্রতি তার ঋণ শোধ করবে.........সে দেশের পরে মাথা ঠেকাবে না, কিন্তু দেশের জন্য কাজ করবে...

তাই তাদের কাছে আমার কড়জোড়ে অনুরোধ, নিজের ধর্মবিশ্বাসটাকে একটু যাচাই করে নিন। ইসলামকে জানুন, বুঝুন, Structured way তে, আলেমদের কাছ থেকে। জানার পর যদি ইসলাম ভাল না লাগে,fine, কিন্তু কুরআনে কি অমুক বলা আছে নাকি, বা তমুক হাদীস, আয়াত quote করে আপনার নিজস্ব রচনাকৃত ইসলাম প্রচার করবেন না প্লিজ। আস্তিক হওয়াই বড় কথা নয়, Islam is much and much more than that.

আবার ফেসবুকের কল্যাণে এমন অনেকে ফ্রেণ্ডলিস্টে আছে, যাদের প্রোফাইল দেখলে খুব practicing Muslim মনে হয়, কিন্তু প্রায়ই তাদের অমুক নাস্তিক তমুক কাফির, পথভ্রষ্ট এমন লেবেলিং করে পোস্ট দেখলে, ভাষা পড়লে চোখে পানি চলে আসে হতাশায়

তাই শেষে খালি একটা কথাই চিৎকার করে বলতে ইচ্ছা করে আমার--------জ্ঞান,জ্ঞান,জ্ঞান...............জ্ঞানের ভিত্তিতে ইসলাম চর্চা করি আসেন, স্কলারদের কাছ থেকে জ্ঞান নেই, structured ভাবে শিখি ইসলাম?প্লিজ?


No comments:

Post a Comment

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -১১

রিবার নানা রূপ আজকের পর্বে আমরা রিবার নানা রূপের সাথে পরিচিত হব যেন দৈনন্দিন জীবনে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি-   টাকা ধার নেয়ার...