ফয়সাল: কী ভাইয়া কী খবর?কেমন
যাচ্ছে দিনকাল?
সোহেল: এইতো ভাইয়া আছি আর কী!
চলে যাচ্ছে।
ফয়সাল: এমন শুকনা মুখে বলতেসো কেন? হলে
কোনো সমস্যা হচ্ছে না তো?
সোহেল: হল ঠিক আছে, কিন্তু
পড়ার অনেক প্রেশার ভাইয়া। একদম হিমশিম খেয়ে যাচ্ছি। এত্তগুলা করে অ্যাসাইনমেন্ট!
সবচেয়ে কষ্ট লাগে লিটারেচার রিভিউ আর রেফারেন্সিং করতে। এত্ত কড়া এখানে সব কিছু!
একটা লাইন লিখবেন কিন্তু যদি ফুটনোট না দেই, এক্কেবারে
নাম্বার হাফ করে দেয়, কী জ্বালা!
ফয়সাল: ওহ! এই কথা! একটা
ইন্টারেস্টিং কথা শুনবা?
সোহেল: কী?
ফয়সাল: আমারও প্রথম দিকে এমন
লাগত জানো, এখন এগুলা করতে খুব ভালো লাগে।
সোহেল: ভালো লাগে? কী
বলেন ভাইয়া......কেমনে ডেভেলপ করলেন এই অভ্যাস? আমারতো
অসহ্য লাগে!
ফয়সাল: IOU তে উসূল আল হাদীস পড়ার পর
থেকে। ওখানে যখন আমাদের হাদীস শাস্ত্রটা কিভাবে সংরক্ষিত হয়েছে সেটা নিয়ে
বিস্তারিত পড়লাম, তখন থেকে। আমরাতো ভাইয়া খালি
ইমিডিয়েট আগেরজন এর রেফারেন্স দেই। লেখক আবার কোথা থেকে জেনেছেন সেটা লিখি না। কিন্তু হাদীস লিটারেচার
যদি পড়ো,
তাইলে দেখবা চেইন শেষ হয়েছে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে। মাঝখানে প্রত্যেকটা বর্ণনাকারীর সুস্পষ্ট বর্ণনা আছে!
বিশ্বাস করবা না ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু
আলাইহিওয়াসাল্লাম এর নামে একটা ভুল কথাও যেন প্রচলিত না হয় সেজন্য হাদীস বিশারদগণ
নূন্যতম ৫০ হাজার লোকের জীবনী সংরক্ষণ করেছেন। ভাবা যায়!
সোহেল: কী বলেন ভাইয়া! ঊনাদের এত
ধৈর্য্য কিভাবে ছিল!
ফয়সাল: এটা আমার কাছেও আশ্চর্য
লাগে,
জানো! কোন লেভেলের ডেডিকেশন থাকলে এটা সম্ভব চিন্তা করো!
সোহেল: কিন্তু এখনতো হাদীসের
নামে অনেক কথাই প্রচলিত আছে ভাইয়া।
ফয়সাল: সেটার জন্য কিন্তু পার্টলি
আমাদের এই মানসিকতাটা দায়ী ভাইয়া। আমরা sweeping statement দিয়ে বসি, রেফারেন্সিং,
গবেষণা, এগুলোর ধার কাছে নাই আর। এজন্য
ইসলামের নামে যে যা খুশী বলে যায়, বুঝসো?
সোহেল: হুম! এইটা ভাইয়া ভালো কথা
বলছেন। ইসলামের নামে কথা তো এখন সবার বাপের সম্পত্তি হয়ে গেছে, টকশোগুলা
শুনলেই বোঝা যায়। সবাই ইসলাম নিয়ে কথা বলে, এটা নিয়ে
পড়াশোনা থাকুক আর না থাকুক।
ফয়সাল: হুম এইজন্যইতো একসাথে
দুইটা অনার্স করতেসি ভাইয়া।ইসলামকে ডিফেন্ড করতে হলে নিজের জ্ঞানের ভিতটা মজবুত
করতে হবে। তাছাড়া IOU এর পড়া আমার এই ঢাকা
বিশ্ববিদ্যালয়ের পড়াতেও অনেক সাহায্য করে।
সোহেল: দারুনভাবে মোটিভেট করলেন
ভাইয়া। দেখি আমিও শুরু করব। আগে তো ভয় লাগত যে চালাতে পারব কীনা দুইটা একসাথে!
ফয়সাল: আরে শুরু করে ফেলো
আল্লাহর নাম নিয়ে। আল্লাহই বারাকা দেন সময়ে। আচ্ছা ভাইয়া যাই এখন, আমার
ক্লাশ আছে একটা।
সোহেল: আচ্ছা ভাইয়া, আল্লাহ
হাফেয।
No comments:
Post a Comment