এ কদিন কাঁদতে কাঁদতে দু চোখ ফুলিয়ে ফেলেছিল
রিমা।রাতের বেলা কেঁপে কেঁপে উঠত ঘুমের মাঝে। আম্মু তুমি যেও না, যেও না
বলে হাহাকার করে উঠত। ওদের বাসায় এখন রাজ্যের লোক, রাজ্যের কথা, তাই ওকে গত চার পাঁচদিন ধরে রাতে নিজের কাছে এনে
রেখেছিল তুলি। এতদিন পর গতকাল সারা রাত ঘুমিয়েছে শান্ত হয়ে, চরম
ক্লান্তি নিয়ে।এখন আবার দুপুরে ঘুমাচ্ছে। আন্টি একদম হঠাৎ করে মারা গেলেন গত
বৃহস্পতিবার। একটা সপ্তাহ, স্রেফ একটা সপ্তাহে জীবনটা আমূল বদলে গেলো রিমার।
জানালার শিক ধরে আকাশের দিকে তাকিয়ে আন্টির কথা ভাবছিল তুলি। আর মায়ের সাথে রিমার চরম আহ্লাদের দৃশ্যগুলো। তিন ভাইয়ের পর একটাই মেয়ে, যাকে বলে আদরের এক্কেবারে চূড়ান্ত।
তুলিপু!
রিমা না ঘুমাচ্ছে! ওর আচমকা ডাকে ভাবনায় ছেদ পড়ল তুলির।
তুলি: জ্বী আপু!
মা: আপু তুমিতো ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করো। আল্লাহকে অনেক ডাকো। তুমি আমাকে বলতে পারবা আল্লাহ কেন আমার মাকে এভাবে নিয়ে গেল?
একটা দীর্ঘশ্বাস ফেলল তুলি প্রশ্নটা শুনে। সেই চিরায়ত প্রশ্ন! ছোটবেলা থেকে আমাদের কখনো জীবনের উদ্দেশ্য শিখানো হয় না, মৃত্যুর পরের জীবনের কথা বলা হয়না। তাই এমন বিপদে পড়লে আমাদের মনে এমন প্রশ্ন আসাটাই যে স্বাভাবিক।
তুলি: আমরা যেখান থেকে এসেছি আমরাতো সেখানেই ফিরে যাবো, তাই না আপু? তুমি স্কুল থেকে বাসায় ফিরে আসো কেন? এটা তোমার আসল বাসস্থান বলে, তাই না? এখানেও ব্যাপারটা সেরকরম। আর একটা কথা সবসময় মনে রাখবা, আল্লাহ আমাদের সবচেয়ে ভালবাসেন। তাই ঊনি আমাদের জন্য তাই করেন যা আমাদের জন্য সবচেয়ে ভালো!
রিমা: আম্মু চলে যাওয়াটা আমার জন্য ভাল! আপু সবাই যে বলছে শমরিতায় না রেখে অ্যাপোলো বা স্কয়ারে ভর্তি করলে আম্মু বেঁচে যেত কথাটা কি ঠিক?
তুলি: একদমই ভুল। বলা যায় ভয়ংকর রকমের ভুল। যা হয়ে গেছে তা আমাদের ক্বদর বা ভাগ্যের অংশ।যদি তুমি ভিতর থেকে আসলেই এটা বিশ্বাস কর যে হাসপাতাল চেঞ্জ করলে আন্টি বেঁচে যেত, তবে তা আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে।
রিমা: সত্যি আপু? আপু, এই ক্বদরে বিশ্বাসের ব্যাপারটা একদম ঘোলাটে লাগে আমার কাছে। আমি এ ব্যাপারে জানতে চাই। আমি তোমার মত সব বিপদ আপদে শান্ত থাকতে চাই।
তুলি: অবশ্যই জানবা আপু। তুমি আল্লাহ্র দ্বীন সম্পর্কে জানতে চাইলে কোনো কিছুই বাঁধা হয়ে থাকবে না আপু! তুমি বাসায় বসেই অনলাইনে করতে পারো, শুধু খেয়াল রাখতে হবে উৎসটা যেন ঠিক থাকে। তাই অলরেডি পড়াশোনা করেছে এমন কারো গাইড লাইন অনুযায়ী করা উচিৎ।
রিমা: আমাকে তুমি গাইড করবো আপু! আমি নিজেকে ব্যস্ত রাখতে চাই এখন, গঠনমূলক কোনো কাজে। মানুষের নানা ধরণের কথা আমাকে পাগল করে দিচ্ছে।
মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল তুলি।আল্লাহর কাছে কোটি কোটি শোকর। নিশ্চয়ই সকল বিপদ আপদ, যা আমাদের আল্লাহর কাছাকাছি নিয়ে আসে তা আদতে বিপদ নয়, রহমত!
No comments:
Post a Comment