আপুর লেখা
‘মুবাশ্বেরা উপাখ্যান’ পড়লাম। পড়ে মনের গভীর থেকে আবারো আলহামদুলিল্লাহ পড়লাম যে
ফেসবুক আমার অ্যাকাউন্ট দিসে বন্ধ কইরা। নাইলে সে যতই ‘কাহিনী মে টুইস্ট’ বলুক আমি
দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম যে সেই ছোটবেলার ঘটনারই পুনরাবৃত্তি ঘটতো!আমার ফেসবুক
থাকলে মানুষ জন আমাকে মেসেজ পাঠাতো যে তোমার তথাকথিত জনপ্রিয়তার রহস্য তাহলে এই!
আপু এতদিন লিখতো না বলে You were the king in the jungle of
blinds! সোজা বাংলায় ফাঁকা মাঠে গোল দিচ্ছিলা!আপুর লেখা কী ঝরঝরে
মাশাআল্লাহ, তোমার মত ‘প্রবন্ধ টাইপ’ না ☹ ☹
তুলনা তুলনা
তুলনা!
ছোট বেলা
থেকেই দেখে আসছি এই তুলনা। দুই বোনের মাঝে কে বেশী সুন্দর, কে বেশী মেধাবী, কে
বেশী কাজ কর্মে পটু এই তুলনা আমাদের চারপাশের মানুষরা হরহামেশাই করতো।বিয়ের পর
সেটা গড়ালো স্বামী, শ্বশুরবাড়ি এসব পর্যন্ত। আমাদের সম্পর্কের মূল Strength মনে হয় এটাই ছিলো যে আলহামদুলিল্লাহ এই তুলনার
বিষবাষ্প যেন আমাদের সম্পর্ককে কলুষিত করতে না পারে সেজন্য আমরা সচেতন ছিলাম।কিন্তু
তাতেও আবার ঝামেলা! তখন আমাদের দুই বোনের মাঝে সম্পর্ক হল মানুষের মাথা ব্যথা,
হিংসার কারণ! কী জ্বালা!
যাই হোক,
একই নামের দুই বোনের উপাখ্যান তো আপনারা শুনেছেন, আজ আপনাদের শুনাবো আর এক জোড়া
বোনের কাহিনী। আজ থেকে ১০-১৫ বছর পর এরা যদি লেখালেখি শুরু করে তাহলে পাঠকরা
বুঝতেও পারবেন না যে এরা দুই বোন! কারণ এদের নামে কোনো মিল নেই। একজনের নাম বিনতে
ইয়াসির, আর একজনের নাম বিনতে সাবিত ☹ ☹
কিন্তু ওই
যে কথায় আছে না যে ‘বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়?’ সেরকম এদের কাণ্ড কারখানা দেখে
বুঝলাম যে ‘বোন তোমরা প্রমাণ কী স্বভাবে পরিচয়!’
বিনতে
ইয়াসির দেখতে কার মত এটা একটা রহস্য হলেও বিনতে সাবিতের ব্যাপারে কোনো সন্দেহ নাই
-_- । সে যদি হারায় যায়, কোনো সমস্যা নাই, রাস্তার মানুষ যদি তার বাবাকে দেখে থাকে
তাইলে এসে দিয়ে যাবে বাসায়, কারণ ঊনাকে দেখেই বোঝা যায় ঊনি কার মেয়ে ☹ ☹
তাই শুরুতে ভেবেছিলাম
দুই বোনের মাঝে কোনো মিল নাই। স্বভাবেও তেমন ছিলো না। আমি ভাবলাম সামীনকে তো দু
বছর পর্যন্ত বড় করতে হেল্প করসি , এবার একটা ‘অন্যরকম বাবু’ পালার অভিজ্ঞতা হবে
ইনশাল্লাহ।
কিন্তু
কিসের কী! যত দিন যাচ্ছে, মেয়েটা আমার ডুপ্লিকেট সামীন হয়ে যাচ্ছে!! খাওয়া শেষ
হইলে উলটা দিক ফিরে একটা ঘুরান দেয়,এক মুহুর্ত স্থির থাকে না, খাওয়ার সময়ে একইভাবে
হাত পা নাড়াইতেই থাকে, খিদা লাগলে বাম কানটা ঝাড়া দিতে থাকে .........স্বভাবে এত
এত মিল যে আমি অবাক হয়ে যাই!মনে হয় আমি যেন ফিরে গেছি ৮ বছর আগের জীবনে!
পার্থক্য কী
নাই?
হুম আছে!
কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেই পার্থক্যটা ‘Mirror image’ আমাদের দুই বোনের স্বভাবের! কারণ দুই বোন তাদের যার যার খালার মত হইসে
আলহামদুলিল্লাহ!
আপু ছিলো
আমাদের ৩ ভাইবোনের মাঝে সবচেয়ে লক্ষী বাচ্চা। আম্মা ব্যাপারটাকে আজো দেখেন ‘আল্লাহ
কাউকে সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না’ এই হিসেবে। আম্মার ভাষায় আমি আর ভাইয়া এত
জ্বালাইসি,এত জ্বালাইসি যে আপু যদি এমন শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট না হইতো তাহলে
আম্মার গন্তব্য হইতো হেমায়েতপুরে।
নিজের এমন
বর্ণাঢ্য অতীত কাহিনী শুনলে কে না চাইবে যে তার বাবু খালার মত হোক? আমিও তাই
রামাদ্বানে আকুল হয়ে দুআ করসি। এখন পর্যন্ত মনে হচ্ছে আল্লাহ ক্ববুল করসেন। ইলমা
তাই অনেক ব্যাপারেই সামীনের চেয়ে ভালো! টিকা দেয়ার সময় হাউমাউ করে কাঁদে না, পড়ে
গিয়ে ব্যথা পেলে নিজেই সামলায় নেয়, চিৎকার করে বাড়ি মাথায় তোলে না ইত্যাদি।
ব্যাস
এইখানে করে ফেলসি ঝামেলা। বয়ে নিয়ে আসা বাংগালী স্বভাব বসত সামীনকে বলসি যে ইলমু
সোনা তো তোর চেয়ে ভালো। তুই যে হাড় জ্বালানী ছিলি।
৯ বছরের ছোট
বোনের সাথে এহেন তুলনা বড় জনের কাছে অনেক অপমানজনক ঠেকেছে। ঊনি রাগ করে বলেছেন ছোট
আপুকে আর দেখবে না ভিডিও কলে।
তারপর কান
ধরেছি। আর করবো না তুলনা ইনশাল্লাহ। এই দুই বোনের এখনো দেখা হয় নি, এরা দুই ভিন্ন
দেশের নাগরিক, এদের নাম আলাদা, ভাষা, বেড়ে ওঠা সবই হবে আলাদা............তারপরও
ভিডিও কলের মাধ্যমে যে তীব্র বন্ধন গড়ে উঠেছে তা যেন অটুট থাকে।
মিলের উৎস
তাহলে কী? এদের দুই বোনেরই শরীরে বইছে Mubasshera Sisters
এর রক্ত। দেশ, ভাষা সব কিছুর সীমানা পেড়িয়ে বড় হবার পরও এই দুই বোন কি বয়ে বেড়াবে জিন নামক আল্লাহর
এক অদ্ভুত নিদর্শন? বড় হয়ে এদের স্বভাব দেখে কি মানুষ বলবে যে আচ্ছা তোমরা কি দুই বোন?
আল্লাহই জানেন। সেটা
দেখার জন্য আমরা দুই মুবাশ্বেরা কিংবা একজন হয়তো বেঁচে থাকবো না কিন্তু এভাবেই তো আসলে
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের চিহ্ন রয়ে যায়। ঠিক যেভাবে আমরা দুই বোন আমাদের
লেখার স্বভাবের মাঝে বয়ে চলেছি আমাদের আব্বা আর ফুপুদের ধাঁচ!
এগুলো সবই আমার কাছে
মহান রাবের এক অসামান্য নিদর্শন। এভাবেই মানুষ বেঁচে থাকে মৃত্যুর পরও। তবে সেই বেঁচে
থাকাটা যেন আমাদের আমল নামার জন্য ইতিবাচক কিছু হয় এটাই চাওয়া। তাই ভিন্ন নামের দুই
বোন যেন Mubasshera Sisters এর জন্য সাদক্বায়ে জারিয়ে হয় এই দুআ
করতে ভুলবেন না যেন!
No comments:
Post a Comment