কালকে
সকালে কী করছিস রে?
একটু কাজ
আছে, কেন রে?
কী কাজ? কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে খুব।যাবি?
আমি একটা
ইসলাম ক্লাসে যাবো। তুই যাবি আমার সাথে? সূরা ফাতিহার তাফসীর হবে। আসার সময় আমরা খেতে পারি একসাথে কোথাও।
আমাদের বয়সী অনেকেই আসবে, পরিচয় হয়ে ভালো লাগবে তোর।
নারে, আমি এধরণের ক্লাসে যাওয়াটা একটু এড়িয়ে যেতে চাই।
কেন? খুব অবাক হয়ে গেল নিপা কথাটা শুনে। কারণ তন্বী যথেষ্ট
প্র্যাক্টিসিং একটা মেয়ে। নিয়মিত নামায পড়ে।
বেশী
কিছু জানতে চাই না, বেশী জানলেই
তো বেশী হিসাব দিতে হবে, তাই না? যত কম জানবো ততই ভালো,হিসাব সহজ হবে।
এইটা তুই
কী বললি?
কেন? হি হি করে
হাসতে লাগলো তন্বী। ভালো বুদ্ধি না?
তোর কি
ধারণা যে আল্লাহ অন্তরের অবস্থা জানেন না?
মানে কি? এটার সাথে আমার ফাঁকিবাজি বুদ্ধির কী সম্পর্ক হল?
মানে এই
যে তুই ইচ্ছা করে দ্বীনের জ্ঞান অর্জন করছিস না, এটা কি আল্লাহ জানেন না? অজ্ঞতা একটা অজুহাত
বটে, কিন্তু সেটাতো শুধু তাদের জন্য যাদের জ্ঞান অর্জনের
কোনো সুযোগ ছিল না। তোর আমার মত এদের জন্য তো না, তাই না?
হুম। এটা
অবশ্য ঠিক বলেছিস। এভাবে ভেবে দেখি নি। আচ্ছা ঠিক আছে তাহলে যাবো তোর সাথে
কালকে।কখন বের হবি?
১০টার দিকে
ইনশাল্লাহ।
No comments:
Post a Comment