Wednesday, July 24, 2019

কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা


জানেন আপু আমার না মেডিসিন নিয়ে পড়তে ইংল্যাণ্ডে যাওয়ার কথা ছিল, সেই আমি ended up going to Bangkok for treatment, সেখানে থাকতে হল প্রায় ৭-৮ মাস......খুব বিতিকিচ্ছিরি অসুখ, গলায় সিস্ট হইসিলো, কথা বলতে পারি নাই ৩ মাস! ডাক্তাররা একবার সাস্পেক্ট করছিলো যে ক্যান্সার হয়ে গেছে মনে হয়। আলহামদুলিল্লাহ যে হয় নাই। এরপর থেকেই আমি সিদ্ধান্ত নেই প্র্যাক্টিসিং মুসলিম হবার ব্যাপারে!

হুম। তাহলে তো বলা যায় তুমি বোনাস লাইফের উপর চলছো। এতদিনে তোমার আখিরাত মানে কবরের জীবন শুরু হয়ে যেতে পারতো, কী বলো?

তাতো বটেই আপু! কিন্তু ভার্সিটি গেলেই আমার এইসব সচেতনতা সব উধাও হয়ে যায়। ইসলাম প্র্যাকটিস করা মানেই প্রচণ্ড একা হয়ে যাওয়া আপু, সেটা আমি খুব ভয় পাই.........পরিত্যক্ত হবার ভয়!

এটা কিন্তু স্বাভাবিক জানো?

স্বাভাবিক?

হুম। আমাদের একটা মেজর সমস্যা হচ্ছে যে আমরা যে একজন ভয়ংকর শত্রু পরিবেষ্টিত হয়ে থাকি, সেটা আমাদের মনে থাকে না......

শত্রু? ফিক করে হেসে ফেলল রাত্রি

সত্যিরে আপু! সেই শত্রুর নাম শয়তান। আল্লাহ কুরআনে বারবার ওকে প্রকাশ্য শত্রু বলছেন। এই জীবনটা হচ্ছে শয়তানের সাথে একটা constant battle. এইভাবে যদি দেখা যায় সব কিছু, তাহলে অনেকটাই সহজ হয়। আজ যদি তুমি ভাবো যে তুমি শত্রু পরিবেষ্টিত হয়ে আছেো, তাহলে তোমার অ্যাটিটিউড কী নরমাল থাকবে?

এইটা কিন্তু আপু ভালো কথা বলসো। এমনে ভাবি নাই। এভাবে দেখলে বুস্ট আপ থাকা যায় সবসময়।

এক্স্যাটলি। আমাদের ইসলামী পড়াশোনায় এটা একটা মিসিং লিংক মনে হয় আমার কাছে। প্রতিটা সময় যখন আমাদের দুনিয়ার প্রতি মোহ জন্মায় আমরা যদি সেটাকে শয়তানের ফাঁদ হিসেবে দেখতে পারি, তাহলে সহজে প্রতারিত হই না......

হুম......খুশী মনে মাথা নাড়লো রাত্রি......এখন থেকে নিজেকে কয়েক স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মুড়ে রাখতে হবে দুআ, যিকির আর righteous company দিয়ে ইনশাল্লাহ।

No comments:

Post a Comment

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -১১

রিবার নানা রূপ আজকের পর্বে আমরা রিবার নানা রূপের সাথে পরিচিত হব যেন দৈনন্দিন জীবনে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি-   টাকা ধার নেয়ার...