Wednesday, July 3, 2019

structured ভাবে দ্বীন শিক্ষা

লাইব্রেরীতে একটু থতমত খেয়ে বসেছিল নিশাত। সামনে ল্যাপটপে একটা ওয়েবসাইট খোলা, নাম True Islam. বছর খানেক হল ইসলাম নিয়ে ওর কিছুটা আগ্রহ জন্মেছে, সারাদিনই ফেসবুক, ব্লগ নাহয় ইমেইলে ইসলাম বিষয়ক কিছু না কিছু পড়তে থাকে ও। সেজন্যই কিনা কে জানে কদিন আগে মিথিলা, ওর ছোটবেলার বান্ধবী ওকে এই ওয়েবসাইটের লিংকটা পাঠিয়েছে। এখানে বলা হচ্ছে Halal Meat বলে আজকাল যে restriction মুসলিমদের উপর চাপানো হয়, এর নাকি কোনোই কুরআনিক ভিত্তি নাই আসলে। কুরআনের আয়াত দিয়ে খুব সুন্দর করে ওরা ব্যাপারটা ব্যাখ্যা করেছে যে কোনো পশুর মাংস হালাল হওয়ার জন্য সেটাকে জবাই করা শর্ত না। মিথিলা কানাডায় গেছে ওর মাস্টার্সের জন্য, গিয়ে এই হালাল হারাম বেছে খেতে গিয়ে মহা ঝামেলায় পড়েছে, তাই ওর কাছে জানতে চেয়েছে যে এই কথাগুলা সত্যি নাকি। ওয়েবসাইটটাতে এত convincing করে ব্যাখ্যা করা ব্যাপারটা যে মিথিলাকে কিছু বলবে কী, নিজেই confused হয়ে গেছে নিশাত

কিরে কি এত পড়ছিস মন দিয়ে?

ডালিয়ার ডাকে একটু চমকে উঠল নিশাত। তারপর ওকে দেখে মুখটা উজ্জ্বল হয়ে ঊঠল নিশাতের। ডালিয়াতো একটা অনলাইন ইউনিভার্সিটিতে পড়ছে ইসলাম নিয়ে, ওকে জিগ্যেস করলেই তো পারে !ওকেও বলেছে যদিও বহুবার, কিন্তু নিশাত আগ্রহ বোধ করে নি। better to say, ঠিক 'প্রয়োজন' অনুভব করে নি। তো পড়ছেই ইসলাম নিয়ে সারাদিন। in fact ডালিয়ার চেয়ে অনেক বেশী সময় দেয় ইসলাম নিয়ে পড়ার পেছনে। যাই হোক, ডালিয়াকে ঘটনা খুলে বলে ল্যাপটপটা সামনে এগিয়ে দিল , ওয়েবসাইটটা দেখার জন্য।

ডালিয়া - মিনিট চোখ বুলালো, ওটা ছাড়াও আরো কয়েকটা পোস্টে গেল, তারপর বলল এটাতো একটা deviant site দোস্ত! তুই এটার content পড়ছিস কেন?

যে জিনিসটা নিয়ে গত তিনদিন ধরে সংশয়ের মাঝে হাবুডুবু খাচ্ছে , সেটার ব্যাপারে ডালিয়া এত দ্রুত উপসংহারে পৌঁছে গেল দেখে বেকুব বলে গেল নিশাত। দ্বিধান্বিত কণ্ঠে বলল কেমনে এত sure হচ্ছিস তুই? ওরা তো কুরআন থেকে রেফারেন্স দিচ্ছে।

ডালিয়া আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, এটা হচ্ছে IOU তে পড়ার after effect, বন্ধু। তোমাকে তো কতবার বলছি ইসলাম শিক্ষা করতে হয় structured ভাবে, তোমার মতন করে randomly না। এই সাইটটাতে একবার চোখ বুলায়েই আমি বুঝলাম যে এরা সুন্নাহকে অস্বীকার করে। তারপর আরো কয়েকটা পোস্টে গেলাম, যা ভাবছিলাম, তাই, এরা বলতেসে নামায আসলে তিন ওয়াক্ত, মেয়েদের পোশাকের ব্যাপারে কোনো দিক নির্দেশনা কুরআনে নাই! একদম এদের ব্যাপারে আমরা যা যা পড়েছি, উসূল আল হাদীস কোর্সে, ঠিক সেগুলা। বুঝলা?

উসূল আল হাদীস? একটু লজ্জিত কণ্ঠে জিগ্যেস করল নিশাত।

ইয়েপ! আমাদের IOU এর একটা কোর্স। এখানে আমরা বিস্তারিত পড়েছি সুন্নাতের গুরুত্ব মর্যাদার ব্যাপারে।

ওহ! এমন কিছু তো গত এক বছরে কোনো ব্লগে বা ফেসবুকের নোটে পড়েছে বলে মনে করতে পারল না নিশাত! আর তারপরই ওর মনে হল এভাবে হবে না আসলে। অনেক সময় আর এনার্জি ব্যয় করেও কাজের কাজ কিছুই হচ্ছে না আসলে। মাত্র ছয় মাস IOU তে পড়েই ডালিয়ার understanding কী দারুণ develop করেছে!

হঠাৎ করেই যেন structured ভাবে দ্বীন শিক্ষা করার প্রয়োজনীয়তা নিয়ে বলা কথাগুলার মানে বুঝতে পারল ও। সিদ্ধান্ত নিল আর দেরী করা ঠিক হবে না এটা নিয়ে।

No comments:

Post a Comment

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -১১

রিবার নানা রূপ আজকের পর্বে আমরা রিবার নানা রূপের সাথে পরিচিত হব যেন দৈনন্দিন জীবনে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি-   টাকা ধার নেয়ার...