Saturday, August 17, 2019

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -৬


   অর্থনৈতিক দিক থেকে মুনাফার সংজ্ঞা
প্রথম ৫টি লেসনে আমরা রিবা নিয়ে প্রচলিত কিছু ভুল ধারনা এবং অর্থনৈতিক দিক থেকে রিবার সংজ্ঞা কী তা বোঝার চেষ্টা করেছি। আজকের পর্বে  আমরা বোঝার চেষ্টা করবো , অর্থনৈতিক দিক থেকে মুনাফা বলতে আসলে কী বোঝায়।রিবা নিয়ে তো অনেক কথাই হল। এখন নিশ্চয়ই আমাদের জানতে ইচ্ছা করছে যে মুনাফা কী। 

আমরা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা থেকে বুঝি যে কোনো জিনিস ভোগ করতে থাকলে সেটার আকর্ষণ আমাদের কাছে কমতে থাকে। যেমন কমলা যদি আপনার খুব পছন্দ হয় তাহলে প্রথম ১-২টা কমলা খেতে আপনার যত ভালো লাগবে, পরের গুলো খেতে আরে তত ভালো লাগবে না। একসময় ভালো তো আর লাগবেই না, বরং খারাপ লাগবে/ বমি আসবে। অর্থনীতির ভাষায় একে বলে Law of diminishing marginal utilityনিচে ব্যাপারটা একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করা হল-


মনে করুন একজন কৃষক, যে ধান উৎপাদন করে। তার কাছে এক প্লেট ভাত থেকে প্রাপ্ত সুবিধা/ উপযোগ কমতে কমতে একসময় নেগেটিভ হয়ে যাচ্ছে। মাছ ওয়ালা, যে মাছ ধরে, তার ব্যাপারেও এমনটি হয়। কোনো জিনিস যখন আমার কাছে পরিমাণে অনেক থাকে, সেটা আমার কাছে অপ্রয়োজনীয় লাগতে থাকে। আমি সেটা আর নিজের কাছে রাখতে চাই না। এই অতিরিক্ত অংশটা  দিয়ে লেনদেন করতে পারি এবং বিনিময়ে এমন জিনিস পেতে পারি যেটা থেকে আমি অনেক বেশী সুবিধা/ উপযোগ পাবো। এতে দুই পক্ষই  লাভবান হতে পারে। 

উদাহরণস্বরূপ বলা যায় একজন কৃষক যে এক প্লেট ভাতের বিনিময়ে একটা মাছ নিলোযে ভাত দিয়ে দিলো, সেই প্লেটের উপযোগ তার কাছে ছিল ১০ ইউনিট, আর যে মাছটা পেল, তারটা হল ১০০ ইউনিট। তাহলে কাটাকাটি করার পরও তার নেট উপযোগ বেড়ে গেলো, থাকলো ৯০ ইউনিট। একই কথা মাছওয়ালার ক্ষেত্রেও প্রযোজ্য। তার কাছে মাছের প্রান্তীয় উপযোগ খুবই কম কিন্তু যে ভাতের প্লেটটা পেলো, সেটারটা অনেক বেশী





লেনদেনের ফলে এই যে  উপযোগের যে বৃদ্ধি ঘটে, এটাই হচ্ছে মুনাফা বা লাভ

খেয়াল করলে দেখবো যে আমরা কিন্তু এখানে বিনিময় অর্থনীতির কথা বলছি যেখানে পণ্যের সাথে পণ্যের বিনিময় হচ্ছেএটা আজকাল হয় না বললেই চলে।  আমরা এখন বাস করি মুদ্রাভিত্তিক অর্থনীতিতে যেখানে সব লেনদেনের এক দিকে থাকে মুদ্রা।আগামী পর্বে আমরা মুদ্রাভিত্তিক অর্থনীতিতে মুনাফার স্বরূপ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। 


No comments:

Post a Comment

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -১১

রিবার নানা রূপ আজকের পর্বে আমরা রিবার নানা রূপের সাথে পরিচিত হব যেন দৈনন্দিন জীবনে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি-   টাকা ধার নেয়ার...