Wednesday, August 7, 2019

মুখের ভাষা



ফেসবুকে কয়েকটা পোস্ট দেখে মনটাই খারাপ হয়ে গেল আনিকার। ওর ফ্রেণ্ডলিস্টে সব মতাদর্শের মানুষই আছে, তাই এমন পোস্ট চাইলেও চোখ এড়ায় না......

একজন ফ্রেণ্ড তার চিন্তা ভাবনার সাথে মেলে না এমন একজন স্কলারের ঢালাও নিন্দা করে একটা লেখা শেয়ার করেছে যেখানে সমানে ঊনাকে পথভ্রষ্ট, গোমরাহ এগুলো বলা হচ্ছে......সাথে এটাও দাবী করা হচ্ছে যে ঊনার এহেন আক্বীদার জন্য ঊনি আর মুসলিম থাকতে পারেন না, তাই যারা তাঁর আদর্শকে অনুসরণ করে তারাও উচ্ছ্বনে গেছে ইত্যাদি...ওই পোস্টে এসে একজন বিরোধিতা করেছে, ব্যাস শুরু হয়ে গেছে কী বোর্ডের খোঁচা দিয়ে অকথ্য ভাষায় গালাগালি।  ২-১টা কমেন্ট পড়ে আর সহ্য করতে পারলো না ও। উঠে গেল...।।

জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে একটু আনমনা হয়ে গেল আনিকা......ও যদি ওর ইসলামে আসার আগে এসব তথাকথিত প্র্যাক্টিসিং মুসলিমদের সাথে মিশতো, যাদের মুখের ভাষা এরকম, তাহলে জীবনে কী আসতো ও আর ইসলামে ?

Etiquette of seeking knowledge কোর্সটাতে সেদিনই পড়ছিল যে কোনো স্কলারকে ভুলের ঊর্ধ্বে মনে করা এক ধরণের এক্সট্রিমিজম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাতীত আর কেউই ভুলের ঊর্ধ্বে ছিলেন না। ঠিক সেভাবে কোনো স্কলারের যদি কোনো ভুল জানিও আমরা, তবে তাঁর আর সব কাজকে বাদ দিয়ে দেয়াও আরেকধরণের এক্সট্রিমিজম। আমাদের উচিৎ মধ্যপন্থা অবলম্বন করা......ঊনি বেশ কিছু স্বনামধন্য স্কলারের বড় কিছু ভুলের উদাহরণও দিলেন যেন আমরা স্কলারদের ফেরেশতার পর্যায়ে না উঠিয়ে ফেলি। আমরা যেন ভুলে না যাই যে ইসলামে কোনো পুরোহিত তন্ত্র নেই......অবশ্যই স্কলাররা সম্মানিত, তাদেরকে আমরা অন্ধভাবে বিশ্বাস করি না, আবার তাদের একটু ভুল পেলে ধুয়েও ফেলি না...মধ্যপন্থা......মধ্যপন্থা শিখতে হবে আমাদের!

No comments:

Post a Comment

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -১১

রিবার নানা রূপ আজকের পর্বে আমরা রিবার নানা রূপের সাথে পরিচিত হব যেন দৈনন্দিন জীবনে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি-   টাকা ধার নেয়ার...